টিসিবি'র তেল কালোবাজারে বিক্রির অভিযোগ গোপালগঞ্জে দুই ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র্যাব-৮ একটি দল।
র্যাব-৮ এর প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন টেংরাখোলা বাজারে খান সুপার মার্কেটের দোতলায় কুমারেশ রাহা (৪০) টেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর সুলভ মূল্যে বিক্রয়ের পণ্য সামগ্রী অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে।
এই সংবাদের ভিত্ততে গতকাল বৃহস্পতিবার দোকানে অভিযান চালিয়ে গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার কানাই লাল রাহার ছেলে কুমারেশ রাহাকে (৪০) আটক করে এবং তার দোকান থেকে ১৮০ লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে একই এলাকার ডিলার নিলু সরদার (৩৮)-কে তার নিজ বাড়ি থেকে আটক করে এবং সেখান থেকে আরও ১৬ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক তাজুল ইসলাম জানান, তারা উভয়ই উদ্ধারকৃত ১৯৬ লিটার সয়াবিন তেল পরস্পর যোগসাজশে খুচরা বাজারে বিক্রি করার উদ্দেশ্যে মজুদ করে বলে স্বীকার করেছে। পরবর্তীতে আটককৃত আসামিদেরকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের ডিএডি বিএম ইউসুফ আলী বাদী হয়ে মুকসুদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। র্যাব-৮ এর এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ