মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গোপনে বিয়ের আয়োজন করার দায়ে বর ও কনেকে কেয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিয়েতে সহয়তা করার কারনে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান গতকাল বৃহস্পতিবার রাতে গোপনে ভিন্ন উপজেলা থেকে বিয়ে উপলক্ষে সাটুরিয়ায় লোকজন আসেন। এ কারণে মানিকগঞ্জ সদর উপজেলার মৃত শাহজাহানের পুত্র বর বাবুল (৩৬) এবং সাটুরিয়া উপজেলার বরাইদ গ্রামের রফিকুল ইসলামের কন্যা কনে মৌসুমি আক্তার (২১-কে ১৪ দিনের কোয়ারেন্টাইনে কন্যার বাড়িতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, গোপনে বিয়ের কাজে সহায়তার অভিযোগে বরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ