করোনা সংক্রমণে সরকারের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে মাঝারি শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছে। ফলে একদিকে দোকান ভাড়া অন্যদিকে কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিল তাদেরকে ভাবিয়ে তুলেছে। ফলে করোনার মারাত্মক প্রভাব পড়েছে তাদের পেশায়।
জানা গেছে, করোনার প্রভাবে সরকারের নির্দেশনানুযায়ী গত ২৬ মার্চ থেকে চাঁপাইনবাবগঞ্জে সকল বিপনীবিতান, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বন্ধ রয়েছে। এতে করে মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ায় কর্মচারীরা বেতন পাচ্ছেন না। ফলে মারাত্মক প্রভাব পড়েছে তাদের পেশায়। বতর্মানে বিপনীবিতাণগুলোর মালিক ও কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়িতে অবস্থান করছেন। ফলে দোকান মালিকদের লোকসান গুনতে হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের সেন্টু মাকের্টের রাজশাহী কসমেটিক্সের মালিক জসিম উদ্দিন জানান, প্রতি মাসে দোকান ভাড়া দিতে হয় ১০ হাজার টাকা। গত মাসের ২৬ তারিখ থেকে এখন পর্যন্ত দোকান বন্ধ রয়েছে। এদিকে দোকান ঘরের মালিক তাগাদা দিচ্ছেন ভাড়া পরিশোধের। এছাড়া মোশরারফ গার্মেন্টস’র মালিক মোশাররফ হোসেন জানান, সরকারের নির্দেশনায় দোকান বন্ধ রাখা হয়েছে। কর্মচারীদের বেতন গত মাসে দেয়া হয়েছে। কিন্তু এ মাসে এখন পর্যন্ত কর্মচারীদের বেতন দিতে পারেননি তিনি। কিন্তু দোকান ঘরের মালিক ভাড়া ছাড় দিবে না, এতে করে তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল