সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরে কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। শুক্রবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম প্রায় আড়াই হাজার দুস্থ, কর্মহীন ও প্রতিবন্ধীর মাঝে এসব ত্রাণ বিতরণ করেন।
ত্রাণের প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পিয়াজ ও সয়াবিন তেল দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম জানান, বিএনপি সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে। আজকে তারেক রহমানের নির্দেশে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও করোনাভাইরাস সচেতনতায় সরকারি নির্দেশনা মেনে চলে সকল স্তরের মানুষকে সামাজিক দ‚রত্ব বজায় রেখে সবার জীবনের নিরাপত্তার জন্য সকলকে ঘরে থাকার জন্য প্রচারণা চালান তিনি।
ত্রাণবিতরণকালে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম আযম, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির নেতা মিয়া শামীম, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বনী আমিন ও হাফেজ শাহীন রেজা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন