বরিশালে সরকারের স্বাস্থ্য বিধি অমান্য করে অপ্রয়োজনীয় ঘোরাফেরা এবং দোকান খোলা রাখায় ৭ ব্যবসা প্রতিষ্ঠান ও এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী পুলিশের সহায়তায় এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা র্যাবের সহায়তায় আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত জুমায় বিভিন্ন মসজিদে মুসুল্লীদের সমাগম রোধ এবং বাইরে অপ্রয়োজনীয় সমাগম রোধে সচেতনতামূলক প্রচারনায় চালায়।
র্যাবের সহায়তায় মো. নাজমুল হুদার ভ্রাম্যমান আদালত নগরীর সাগরদী বাজারে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় শওকত স্টোরকে ৫ হাজার, সুজন স্টোরকে ২ হাজার, আবু সুফিয়ান স্টোরকে ১ হাজার, আব্দুল হক স্টোরকে ৩ হাজার, রূপাতলীর আনোয়ার স্টোরকে ৩ হাজার ও একই এলাকার চা দোকানদার হেমায়েতকে ৫০০ টাকা এবং তথাকথিত সাংবাদিক পরিচয়ে ভূয়া স্টিকার লাগিয়ে ৩ জন নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়ানোয় সরোয়ার নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেন। এসময় সরকারি স্বাস্থ্য বিধি মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
অপরদিকে, পুলিশের সহায়তায় মো. আতাউর রাব্বীর ভ্রাম্যমান আদালত নগরীর রূপাতলী এলাকায় এক চা দোকানদাকে ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া জুমায় মসজিদে মুসুল্লী সমাগম এবং অপ্রয়োজনে রাস্তায় জনসমাগম রোধে কঠোর নজরদারী করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে করোনা এড়াতে সবাইকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করেন আতাউর রাব্বীর ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুই নির্বাহী ম্যাজিস্টেট।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ