ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে করে প্রতিপক্ষের হামলায় উকিল সরকার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উকিল সরকার দক্ষিণ সিংহগ্রামের মৃত অতুল সরকারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দক্ষিণ সিংহগ্রামের সুরেন্দ্র সরকারের সাথে উকিল সরকারের বাড়ি সংক্রান্ত ঘটনা নিয়ে বিরোধ চলে আসছিলো। সকালে সুরেন্দ্র সরকারের নারকেল গাছের শুকনা ডালা উকিল সরকারের বসত ঘরের উপর পড়লে এনিয়ে কথা কাটকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় প্রতিপক্ষের আঘাতে উকিল সরকার আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় তিনি মারা যান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম