কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮৩ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ১১টার দিকে তাকে রৌমারীর আন্তর্জাতিক পিলার নং ১০৬৯ এর নিকটবর্তী বিক্রিবিল তিন রাস্তার মোড় এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে ৮৩ পিচ ভারতীয় ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি।
আটককৃত যুবক জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া কুমারকান্তি গ্রামের সিরাজুল হকের ছেলে বায়েজিদ হাসান (২৯)। এ ব্যাপারে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এসএম আজাদ জানান, তাকে রৌমারী থানায় পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল