মেহেরপুরের গাংনীতে নেশা করার টাকা না পেয়ে মা ও ভাইকে কুপিয়ে জখম করেছে সবুজ নামের এক মাদকাশক্ত যুবক। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আহত তানজিরা খাতুন(৪০) ও সজীবকে (১৭) উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আ. জব্বার জানান, সবুজ কয়েক বছর আগে প্রেমের সম্পর্কের কারনে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা না পেয়ে প্রায়ই সে মা ও ছোট ভাইকে শারিরিক নির্যাতন করতো।
আজ মঙ্গলবার সকালে সবুজ তার মায়ের কাছে টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সবুজ ধারালো হাসুয়া দিয়ে মা তানজিরা খাতুন ও ছোটভাই সজিবকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে সবুজকে আটক করে স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। সেই সাথে আহতদেরকে চিকিৎসার জন্য গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এলাঙ্গী ক্যাম্প পুলিশের ইনচার্জ টিএসআই মিজানুর রহমান জানান, সবুজকে আটক করা হয়েছে। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার