নেত্রকোনার মোহনগঞ্জের বাসায় ইউপি চেয়ারম্যানের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দু’দিন পর মামলা নিয়ে চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটককৃত বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনকে জিজ্ঞাসাবাদের জন্য মোহনগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।
গতকাল সোমবার নিহত মারুফার মা আকলিমা আক্তার থানায় অভিযোগ দায়ের করলে এর প্রেক্ষিতে সন্ধ্যার পরে চেয়ারম্যানকে আটক করে মোহনগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান।
তিনি জানান, গৃহকর্মী মারুফা আক্তার (১৪) গত দুই বছর পূর্বে চেয়ারম্যানের বাসায় কাজে আসে। মেয়েটির মা চেয়ারম্যানের ছেলের ঢাকাস্থ বাসায় কাজ করতেন। সে সিংধা ইউনিয়নে চেয়ারম্যানের বাড়ির পাশের আলী আকবরের মেয়ে।
গত ৯ মে বিকালে চেয়ারম্যান এর বাড়িতে মেয়েটির মৃত্যুর পর চেয়ারম্যান নিজেই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়েটি আত্মহত্যা করেছে বলে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে মেয়ের মা আকলিমা আক্তারের করা অভিযোগের ভিত্তিতে ওই চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক