২৬ মে, ২০২০ ০০:০৬

ভালুকায় ৪০০ অসহায় পরিবার পেল ‘ঈদ বাজার’

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকায় ৪০০ অসহায় পরিবার পেল ‘ঈদ বাজার’

চলমান করোনা সংকটে ভালুকায় গরীব ও অসহায় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সমাজের বিত্তবানদের সহায়তায় ৪০০ প্রকৃত অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ করা হয়েছে। গত ৪ দিন যাবৎ করোনার প্রভাবে কর্মহীন ও ক্ষতিগ্রস্থ হওয়া প্রকৃত অসহায় পরিবারের মাঝে ওই ঈদ বাজার বিতরণ করা হয়।

সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’র আয়োজনে ও বিডি ক্লিন ভালুকা, আল কোরআন ফাউন্ডেশন, এ্যাপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্র, স্বপ্নকুঁড়ি পরিবারের অংশগ্রহনে ওই ঈদ বাজার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। তিন দফায় প্রায় ২ লাখ টাকার বিতরণকৃত ঈদ বাজারের মাঝে ছিল- আতব চাল, সেমাই, চিনি, নরিকেল, গুড়া দুধ, সয়াবিন তৈল, গোসলের সাবান, কাপড় কাচা সাবান ও টুথপেস্ট। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর