দিনাজপুরের হাকিমপুরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রহমত নামের একজনকে আটক করেছে পুলিশ।
ঈদের দিন সোমবার রাতে হাকিমপুর উপজেলার রাজধানী মোড় এলাকার একটি মুরগী খামার থেকে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটকৃত রহমত (৪৫) হাকিমপুর উপজেলার চন্ডিপুর সাঁওতাল পাড়া এলাকার আলিম ওরফে শামসুল হকের ছেলে।
হাকিমপুর-ঘোড়াঘাট সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২৪ মে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ শিরোনামে খবর প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেনের নির্দেশনায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে ১৮ ঘন্টা পর হাকিমপুর উপজেলার রাজধানী মোড় এলাকার একটি মুরগি খামার থেকে রহমত নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/আল আমীন