২৬ মে, ২০২০ ২০:৩৬

নেত্রকোনায় গৃহকর্মী হত্যার বিচার দাবিতে প্রদীপ প্রজ্বালন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় গৃহকর্মী হত্যার বিচার দাবিতে প্রদীপ প্রজ্বালন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি ব্রিজে প্রজ্বালিত মোমবাতি হাতে দাঁড়িয়ে গৃহকর্মী কিশোরী মারুফা (১৪) হত্যার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (২৫ মে) ঈদের দিন সন্ধ্যায় ‘মানবিক মোহনগঞ্জ’র আয়োজনে এ প্রতিবাদে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মারুফা হত্যা মামলার প্রধান আসামি নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহবুব মোর্শেদ কাঞ্চন গ্রেফতারের এক দিন পরই জামিনে ছাড়া পেয়ে যান। এতে করে এলাকবাসীর মাঝে সুষ্ঠু বিচার নিয়ে এক ধরনের শঙ্কা সৃষ্টি হয়।

এরপর থেকেই পুরো উপজেলায় মারুফা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সকল মানুষ একাট্টা হয়ে নেত্রকোনার বিভিন্ন স্থানে আন্দোলন ছড়িয়ে পড়ছে।

এ আন্দোলনের অংশ হিসেবেই ঈদের দিন সন্ধ্যায় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ জানায় স্থানীয়রা। এই কর্মসূচিতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মানবিক মোহনগঞ্জের সভাপতি কবি রইস মনরম, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম, রানা হামিদ, ছাত্রনেতা ইলিয়াছ হোসাইন, সাবেক জনপ্রতিনিধি সন্ধা রানী রায় প্রমুখ।

মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, মারুফা হত্যা মামলাটি এখন আর মোহনগঞ্জ থানায় নেই। এ মামলাটি তদন্তের জন্য গত ২৪ মে সিআইডি’র কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর