২৬ মে, ২০২০ ২১:৫১

উজানের ঢলে বেড়েছে তিস্তা নদীর পানি

লালমনিরহাট প্রতিনিধি:

উজানের ঢলে বেড়েছে তিস্তা নদীর পানি

উজান থেকে নেমে আসা তিস্তা নদীতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে বিপদসীমার (৫২.৬০ মিটার) ৮ মিটার নিচ দিয়ে (৫২.৫২ মিটার) পানি প্রবাহিত হচ্ছিল। এতে তিস্তা ব্যারাজের উজান ও ভাটি অঞ্চলের চরগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক ফসলি জমি নদীর পানিতে তলিয়ে যায়। তবে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখায় ঢলের পানি ভাটি অঞ্চলে প্রবাহিত হচ্ছে।

তিস্তা পাড়ের লোকজন জানান, ভারি বৃস্টিপাত ও হঠাৎ ঢলে উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে আসে। এতে নদীতে পানির প্রবাহ বেড়ে গেছে। গড্ডিমারী, সানিয়াজান, সিন্দুনা,চরখড়িবাড়ি,বাইশপুকুর, একতার চর এলাকাবাসী জানায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরের নিচু এলাকার ফসলি জমি তলিয়ে যায়। মঙ্গলবার বিকেলে পানি কমে আসায় বিপদ কেটে গেছে।

তিস্তা ব্যারাজের গ্রেডরিডার নুরুল ইসলাম জানান, তিস্তার পানি কখনো বৃদ্ধি আবার কখনো কমে আসে। গত দুই দিন ধরে উজানের পানি বৃদ্ধি পেলেও আজ মঙ্গলবার বেলা ৩টা থেকে পানি কমতে শুরু করেছে। বর্তমানে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করার কোন লক্ষণ নেই।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর