৩১ মে, ২০২০ ১৪:০৩

দীর্ঘদিন পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

দীর্ঘদিন পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ৬৭ দিন বন্ধ থাকার পর রবিবার সকাল ১০টায় দৌলতদিয়া প্রান্ত থেকে ২৪জন যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম লঞ্চটি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলের জন্য ১৮টি লঞ্চ প্রস্তুত রাখা হলেও প্রথম দিন সাতটি লঞ্চ চলাচল করবে বলে জানায় কর্তৃপক্ষ।  

তবে লঞ্চ চলাচল শুরু হলেও লঞ্চঘাটে সেভাবে যাত্রীর দেখা যায়নি। লঞ্চ ঘাটে আসা যাত্রী মো. আব্দুল করিম বলেন, ফেরিতে যাতায়াতের ক্ষেত্রে বসার কোন ব্যবস্থা নেই। বিশেষ করে ছোট ফেরিগুলোতে দাঁড়িয়ে যেতে হয়, সেক্ষেত্রে বসার জায়গা রয়েছে তাই পরিবার নিয়ে লঞ্চে যাত্রা করছি। 

সরকারী সিধান্ত মোতাবেক দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকার পর আজ স্বাস্থ্যবিধি মেনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ঘাটের বিআইডব্লিউটিএ'র ট্রাফিক ইন্সেপেক্টর মো. আফতাব হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি। তাছাড়া পূর্ব নির্ধারিত ২৫টাকা ভাড়া রেখেই সীমিত আকারে যাত্রী পারাপার করছি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর