৩১ মে, ২০২০ ১৮:৩৪

৬৬ দিন পর ছাড়ল লালমনি এক্সপ্রেস

লালমনিরহাট প্রতিনিধি:

৬৬ দিন পর ছাড়ল লালমনি এক্সপ্রেস

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি রক্ষা করে লালমনিরহাট থেকে চলাচল শুরু করেছে লালমনি এক্সপ্রেস ট্রেন। রবিবার (৩১মে) নির্ধারিত সময় সকাল ১০টায় ২০ মিনিটে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। ট্রেনটিতে ৬৫২টি আসন থাকলেও ৩২৬ জন যাত্রী চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক তাপস কুমার দাস বলেন, সরকারী নির্দেশনা মেনে অনলাইনে টিকিট বিক্রির মাধ্যমে লালমনি এক্সপ্রেস নির্ধারিত সময়েই যাত্রা শুরু করেছে। একই সাথে যাত্রীদের জন্য ট্রেনে পর্যাপ্ত পরিমাণ সাবান পানি ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি স্টেশনে যাত্রীদের শরীরের তাপমাত্রা ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ট্রেনে উঠা নামার জন্য আলাদা-আলাদা করা হয়েছে পথ। পাশের সিট অবিক্রিত রেখে শারীরিক দূরত্ব রাখা হয়েছে। সর্বপরি সরকারী সকল নির্দেশনা মেনেই ট্রেন চালু করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর