গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। গত সাত-আটদিন যাবৎ ঠান্ডা জ্বরে ভুগছিলেন তিনি। পরে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ব্রাক কর্তৃক করোনাবুথে পরীক্ষা শেষে আজ বুধবার দুপুরে করোনা পজিটিভ সনাক্ত হয়।
বর্তমানে তিনি থানা প্রাঙ্গনে ওসির কোয়াটারে নিদিষ্ট একটি রুমে আইসোলেশনে রয়েছেন। এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তা(পরিদর্শক) জাহিদুল ইমলাম এর সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে টঙ্গী সরকারি হাসপাতালের আরএমও ডা.পারভেজের সাথে যোগাযোগ করলে ওসি আমিনুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ