মাদারীপুরের শিবচরে শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান (৬৫)। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিটের কমান্ডার ছিলেন।
শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা.সেলিম জানান, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান দীর্ঘদিন থেকেই শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আজ বুধবার তিনি মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ নুর ই আলম চৌধুরী লিটন ও সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী।
উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের ভাতিজা মনির হোসেন জানান, তিনদিন আগে তিনি ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে পারেননি। পরে বাড়িতে ফিরে আসেন। গতকাল তার অসুস্থতা বাড়লে বহু কষ্টে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ