সিলেটের বিশ্বনাথ উপজেলায় নতুন করে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। ২৬ বছর বয়সি আক্রান্ত ওই যুবক সদর ইউনিয়নের বাওনপুর গ্রামের বাসিন্দা। আজ বুধবার দুপুরে করোনা পজেটিভ রিপোর্ট আসে তার।
এর আগে গত ২ জুন উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পাঠান তিনি। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬ জন।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজ নতুন একজনসহ শনাক্তের সংখ্যা ৪৭ জন। আশার কথা, এদের থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬ জন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ