নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ স্ট্রেশনের পাশে ট্রলির সাথে ধাক্কা লেগে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ‘এয়ার কুলার পট’ ভেঙে গেছে। এতে ঘটনাস্থলেই ট্রেনটি বিকল হয়ে যায়। বুধবার বিকেলে স্ট্রেশনের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে সকল ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
আহসানগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, আত্রাই স্টেশন ভবনের সংস্কারের কাজ চলছিল। ট্রলিতে বালু নিয়ে স্টেশনের পাশে রেল লাইন পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ের আহসানগঞ্জ স্ট্রেশন অতিক্রম করার সময় ট্রলির পেছনের দিকে ধাক্কা লাগে। এতে ট্রেনের ‘এয়ার কুলার পট’ ভেঙে ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়। ট্রেনটি রেলওয়ের ব্রীজের উপর দাঁড়িয়ে আছে।
তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন রওয়ানা দিয়েছে। ইঞ্জিন এসে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে অনেক সময় লাগতে পারে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত ৯টা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম