ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ও মাস্ক না ব্যবহারের জন্য ১৭ টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল থেকে রাত অবধি বোয়ালমারী বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা করে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বোয়ালমারী বাজারের ১৭ জনকে মোট ৫৮ হাজার টাকা দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ ও ২৭১ ধারায় জরিমানা করা হয়। পৃথক পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ্র এবং সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
বিডি-প্রতিদিন/শফিক