ঝলকাঠির নলছিটি উপজেলার মোল্লাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. আক্কাস সরদারকে (৪৫) কুপিয়ে জখম করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে মোল্লারহাট বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কাউকে পায়নি। আহত আক্কাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন