সিরাজগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বর-কনের অভিভাবকদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
র্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এম এম এইচ ইমরান জানান, সিরাজগঞ্জ সদর থানাধীন চর-কল্যাণী গ্রামের হায়দার আলীর মেয়ে হাছিনা খাতুন ওরফে রাখির (১৫) সাথে পার্শ্ববর্তী কামারখন্দ থানার পার পাইকোরশা গ্রামের আব্দুল মতিন সরকার ছেলে শরিফুল ইসলামের (২৩) বাল্যবিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে অভিভাবকদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান কনের অভিভাবকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ না করার মুচলেকা নেয়া হয়।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন