মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে। নিহতরা হলেন নসিমন চালক সোহেল মুন্সি ও নসিমনের যাত্রী ব্যবসায়ী সেলিম খলিফা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় নসিমন। এতে ঘটনাস্থলেই নিহত হয় নসিমন চালক এবং নসিমনের যাত্রী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে এবং ঘাতক ট্রাক ও নসিমন জব্দ করে।
রাজৈর থানার ওসি শওকত জাহান জানান, সকাল ৮টার সময় রাজৈর উপজেলার টেকেরহাটের তুলাতলা নামক স্থানে দাঁড়ানো ট্রাকের পিছনে মাদারীপুর থেকে আসা নসিমনটি সজোরে আঘাত করে, এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয়।
মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির ইনর্চাজ দ্বীন মোহাম্মাদ জানান, খবর পেয়ে লাশ ২টি উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও নসিমন জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা