খুলনায় করোনা পরিস্থিতিতে চাহিদা কমে যাওয়া ও পরিবহণ সংকটে উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছে না কৃষক। ক্ষেতের ফসল ক্ষেতেই নষ্ট হচ্ছে। ফলে কর্মহীন নিংস্ব হয়ে পড়েছে অসংখ্য কৃষক পরিবার। ঘরে খাবার নেই, আর্থিক সংকটে দিন পার করছেন তারা।
এদিকে, খুলনার ডুমুরিয়ায় কর্মহীন এ ধরনের ৫০০ কৃষক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে শেখ আলী আহম্মদ সমাজ কল্যান সংস্থা। আজ বৃহস্পতিবার চুকনগর কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ত্রান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক জিএম ফারুক হোসেন, নুর ইসলাম মোড়ল, শেখ আজিম উদ্দীন, কাঁঠালতলা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি শেখ আব্দুল আজিজ, রায়হান উদ্দিন মোড়ল। সংগঠনের প্রধান পৃষ্টপোষক এমএ সাত্তার ও সিলভা টিমের সহযোগিতায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ