ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ। পরিবহন সংগঠনের নামে উঠানো চাঁদা নিয়ে সম্প্রতি দেশের বিভিন্নস্থানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এমন সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন। টাঙ্গাইলেও পরিবহনের সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও পুলিশের বিরুদ্ধে এমন চাঁদাবাজির অভিযোগ উঠায় মহাসড়ককে চাঁদাবাজি মুক্ত ঘোষণা করেছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি।
বৃহস্পতিবার সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ডে ব্যাটারিচালিত অটোরিক্সা, সিএনজি, মাইক্রোবাস ও মহাসড়কে চলাচলরত বাস-ট্রাকের চালকদের সাথে কথা বলে এই ঘোষণা দেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল হোসেন।
এসময় তিনি বলেন, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্বাভাবিক যানচলাচল বন্ধ থাকায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মহাসড়কে গণপরিবহন চলাচল করছে। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বয়ে অভিযান অব্যাহত আছে। কোন পরিবহন সংগঠন, সংস্থা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কে বিভিন্ন সময় টহলের নামে চাঁদাবাজির যে অভিযোগ ছিলো তা এখন আর নেই। সকল পক্ষকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা