ফেনীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে লকডাউন করা হয়েছে। আজ থেকে ফেনীর ডাক্তার পাড়া ও রামপুরে চলছে লকডাউন।
বুধবার থেকে লকডাউন শুরু হয়েছে দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর, ইয়াকুবপুরসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে। শুক্রবার থেকে লকডাউন শুরু হবে ফেনী পুরো শহর এলাকা ও ছাগলনাইয়া পৌর এলাকা। ফেনী পৌর এলাকা পরবর্তী নিদের্শ দেওয়া পর্যন্ত লকডাউন চললেও সোমবার ও বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত লকডাউন সিথিল থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার