নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের অভিযানে ১১ পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান জেলা ট্রাফিক পুলিশের এএসপি (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, আইজিপির নির্দেশে গত ৭ দিনে পুরো জেলায় সড়ক ও মহাসড়কে সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। সড়কে কোন ধরনের চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজির ঘটনায় কেউ জড়িত থাকলে কোনও ছাড় দেয়া হবেনা।
তিনি আরও জানান, গত ৭ দিনে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এদেরকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, তারাব, চাষাঢ়া ও ভূলতা পয়েন্ট থেকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজির নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ