জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জফেরত এক নারীর মৃত্যু হয়েছে। দুই ছেলে নিয়ে জামালপুর ফেরার পরদিন বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর বাহাদুরাবাদ গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মৃত কোহিনুর বেগম (৪১) দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আব্দুল মিয়ার স্ত্রী।
চাচাতো ভাই জীবন সরকার জানান, কোহিনুর বেগম স্বামী ও দুই ছেলে সন্তান নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করতো। সেখানে কোহিনুর বেগম দিন মজুর, স্বামী কাঠমিস্ত্রী ও দুই ছেলে টেইলারিংয়ের দোকানে কাজ করতো।
সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়েই বুধবার সন্ধ্যায় দুই ছেলে রুবেল (১৮) ও জুয়েলকে (১২) সাথে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজের বাড়ি দেওয়ানগঞ্জের চর বাহাদুরাবাদ গ্রামে ফিরেন কোহিনুর বেগম। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয় কোহিনুর বেগমের।
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, নারায়ণগঞ্জ ফেরত ও করোনা উপসর্গ থাকায় মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা রিপোর্ট পাওয়া গেলে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হওয়া যাবে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত