ঘুমন্ত বাবার মাথায় ছেলের উপর্যুপরি আঘাতে নাজারুস মুর্মু (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দিনাজপুরের বিরামপুরের এই ঘটনায় জড়িত অভিযোগে ছেলে আল বেনুস মুর্মু (২৬)কে আটক করেছে পুলিশ।
গত বুধবার দিবাগত মধ্যরাতের দিকে বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের বুচকি আদিবাসি গ্রামে এই ঘটনা ঘটে। তবে ছেলে আল বেনুস মুর্মু মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত বলে জানান ওসি মো.মনিরুজ্জামান মনির।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় খাঁনপুর ইউপির চেয়ারম্যান মো.ইয়াকুব আলী বলেন, বুধবার রাতের খাবার খেয়ে বাড়ির সবার সাথে ঘুমিয়ে পড়েন আল বেনুস মুর্রমু। হঠাৎ রাত ৩টার দিকে ঘুম থেকে ওঠে বাবা নাজারুস মুর্রমুর মাথায় বসার পিঁড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে। পরে বাবার চিৎকারে বাড়ির সকলের ঘুমভাঙ্গলে ছেলে আল বেনুস মুর্মু সবাইকে বলে আমি আমার বাবাকে মেরেছি। এসময় পরিবারের লোকজন আহত বাবা নাজারুস মুর্মুকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে তিনি মারা যান। আল বেনুস মুর্মু মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত বলে জানান তিনি।
বিরামপুর থানার ওসি মো.মনিরুজ্জামান মনির বলেন, ছেলের পিঁড়ির আঘাতে বাবার মৃত্যু হয়েছে এমন অভিযোগে ছেলে আল বেনুস মুর্মুকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত ব্যক্তির লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করা হবে।
তিনি আরও জানান, পরিবারের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন থেকে ছেলে আল বেনুস মুর্মু মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত। তবে এর আগে সে এই ধরনের কোন ঘটনা সে ঘটায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার