গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৫৭) মৃত্যু হয়েছে। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক তাসলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যবসায়ির বাড়ি গাজীপুর সদরের বাজেন্দ্রপুর এলাকায়। তিনি শুক্রবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটের দিকে করোনার উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তির হন এবং আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও রিপোর্ট আসে নি।
বিডি প্রতিদিন/আল আমীন