মাগুরায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত দুইজনের বাড়ি রাঙামাটি জেলায়। এ সময় তাদের কাছে থেকে মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ অর্থসহ ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত সদস্যরা হলো রাঙামাটি জেলার জান্নাত হোসেন (২৪) এরাবুনিয়া গ্রামের মৃত আবুল কালাম ও আব্দুর রহিম (২২) কলাবানিয়া এলাকার ধলা ফকিরের পুত্র।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, গত বৃহস্পতিবার রাত্রে মাগুরা সদরের বেরইল পলিতা এলাকার দিঘল কান্দি গ্রাম এলাকায় সড়কে বাঁশ ফেলে গতিরোধ করে শাহিন আলম (২৭) দম্পতির উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সঙ্গে থাকা স্বর্নালংকার, নগদ অর্থসহ মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বিত্তরা। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পুলিশে খবর দিলে ডাকাতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। ওই রাতেই পুলিশ পার্শ্ববর্তী মনিরামপুর বাজার এলাকা থেকে ডাকাত দলের এ দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তী অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যাবহৃত ধারালো অস্ত্রসহ লুন্ঠিত মোটরসাইকেল, স্বর্নালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল