ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে কাঁঠাল পাড়তে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রীসহ আহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বর্তমানে গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী সুমি আক্তার ও ফাতেমা খাতুন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ব্যাপারে সুমির পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (২০ জুন) দুপুরে ভালুকা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আহত সুমির মা নুরজাহান বেগম জানান, গত ১৬ জুন তাদের জমির গাছ থেকে প্রতিবেশী হালিম শিকদার ও হায়দার আলী গংরা জোরপূর্বক কাঁঠাল পেড়ে ভ্যানগাড়ী ভরে নিয়ে যাওয়ার সময় তার মেয়ে সুমি আক্তারসহ পরিবারের অন্যরা বাধা দেয়। এ সময় হালিম শিকদারের লোকজন সুমিকে পিটিয়ে আহত করে। ফিরাতে এসে তিনিসহ ফাতেমা (৩২) সুমাইয়া (১২) (সপ্তম শ্রেণীর ছাত্রী), সখিনা (৩৫) হামলায় আহত হয়। সুমিকে প্রকাশ্যে মধ্যযোগীয় কায়দায় মারপিটের ঘটনাটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/হিমেল