স্বাধীনতার পর থেকেই দীর্ঘদিন থেকে ইছামতি নদীতে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হলেও মাস খানেক থেকে সাঁকোর কিছু অংশ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে দুই গ্রামের হাজারো মানুষ। তবে নদীর অপর পারে উত্তরা ইপিজেডে যাতায়াতকারী শ্রমিকরাও চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও আজও হয়নি সেতু।
দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় ও আলোকডিহি গ্রামের মাঝে এই ইছামতি নদীর খগিনশাহ ঘাটে এই বাঁশের সাঁকো।
স্থানীয় এসএম রকিসহ গ্রামবাসী জানায়, খানসামা উপজেলার আংগারপাড়া ইউপির ছাতিয়ানগড় গ্রামের ইছামতি নদীর খগিনশাহ ঘাটে দীর্ঘদিন থেকে বাঁশের সাঁকো দিয়ে ওই এলাকার মানুষ পারাপার হয়। শুকনা মওসুমে সমস্যা কম হলেও বর্ষার সময় চরম দুর্ভোগে পড়ে মানুষ। এলাকায় একটি সেতু করার আশ্বাস দিলেও কেউ আশ্বাস বাস্তবায়ন করেনি।
স্বাধীনতার পঞ্চাশ বছর হলেও এঅঞ্চলের মানুষের দুর্ভোগ কাটেনি। হাটের দিন বেশী দুর্ভোগ পোহাতে হয় কৃষকসহ বিভিন্ন কেনাবেচা করা মানুষের। কৃষকের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে নদী পারাপারে চরম দুর্ভোগের শিকার হচ্ছে তারা।
এ ব্যাপারে আংগারপাড়া ইউপির মেম্বার রশিদুল ইসলাম শাহ জানান, স্বাধীনতার পর থেকেই আমরা এখানে একটি সেতু চেয়ে আসছি। এমপি-মন্ত্রী এখানে এসে আশ্বাস দিলেও আজও কোন সেতু নির্মান হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল