নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় তৈরী পাইপগান ও এক হাজার পিছ ইয়াবা ট্যাবেলটসহ শীর্ষ সন্ত্রাসী মোস্তফাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার ৩ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোস্তফা উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার ৩ নং ওয়ার্ডের আব্দুল খালেক বাকাউলের ছেলে।
চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে উপজেলার চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোস্তফাকে একটি দেশীয় তৈরী পাইপগান ও এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল