বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত ১৭ জন সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারিদের বাড়ি বাড়ি ফলের ঝুড়ি উপহার দিলেন। শনিবার বেলা ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এই উপহারগুলো হস্তান্তর করেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গনেশ দাস, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু ও কালাম আজাদ এই উপহার সামগ্রী গ্রহণ করে করোনা আক্রান্ত সাংবাদিকদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিলেন।
এ সময় বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, মহামারী করোনার মধ্যে মাঠে কাজ করতে গিয়ে বগুড়ার সাংবাদিকগণ আক্রান্ত হচ্ছেন। এই খবর দেশের বাহিরে থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানতে পেরেছেন। এরপর তিনি আক্রান্ত সাংবাদিকদের সুস্থতা কামনা করে তাদের জন্য উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এ্যাড. নাজমুল হুদা পপন, শ্রী পরিমল চন্দ্র দাস, আব্দুল ওয়াদুদ, মাহমুদ শরীফ মিঠ, ফার্মার রফিকুল ইসলাম, মাহবুব হাসান লেমন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া ফটো জার্নালিস্ট এসাসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আল আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন