নেত্রকোনার কলমাকান্দার খারনৈ ইউনিয়নে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিজানুর রহমান (৫৭) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মিজানুর উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের মৃত-আছর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিশুটি বিকাশে আসা তার বাবার পাঠানো টাকা নিতে বাজারে আসে। ওই টাকা নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতেই শিশুটি মিজানুর রহমানের দোকানের সামনে আশ্রয় নেয়।
এসময় মিজানুর শিশুটিকে ফুসলিয়ে তার দোকান ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার চেঁচামেচি শুরু করে। রাস্তার পাশের ওই ঘরে শিশুটি চিৎকার শোনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
শিশুটির মা ও বাবা ঢাকায় চাকরি করার সুবাদে সে তার দাদা-দাদির কাছে থেকে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
এ ব্যাপারে কলমাকান্দা ওসি মো. মাজহারুল করিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন