ময়মনসিংহের হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খাদিমুল ইসলাম (৩০) নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার (২০জুন) দুপুরে ঘাতক ছোট ভাই মাজাহারুল ইসলামকে (২৭) আটক করে হালুয়াঘাট থানা পুলিশ।
নিহত খাদিমুল ও ঘাতক মাজাহারুল উপজেলার ধারা ইউনিয়নের চাঁদ্রশী গ্রামের নূর ইসলামের পুত্র। খাদিমুল পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খাদিমুল ও মাজাহারুল ইসলাম পান খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মাজাহারুল বড় ভাই খাদিমুলকে লক্ষ্য করে বাঁশের লাঠি ছুড়ে মারলে ঘরের দরজার ধাক্কায় আঘাত প্রাপ্ত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক স্বজনরা খাদিমুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে খাদিমুলের হয়।
বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ফোনের মাধ্যমে খবর জানতে পেয়ে ঘটনাস্থলে আসি এবং ছোট ভাই মাজাহারুলকে আটক করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অত্র থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
বিডি প্রতিদিন/হিমেল