পটুয়াখালীর কলাপাড়ায় করোনা পরিস্থিতিতে কর্মহীন ও জেলে পরিবারে পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে 'কুয়াকাটা সোসাইটি' নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। বেসরকারি উন্নয়ন সংস্থা 'বিদ্যানন্দ'-এর আর্থিক সহযোগীতায় শনিবার সকালে উপজেলার মহিপুর ইউনিয়নের এক হাজার অতিদরিদ্র পরিবারকে চাল, ডাল, তেল, আটা, চিনি, সাবান প্রদান করা হয়েছে। ইউনিয়নের ইউছুফপুর মহিলা মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠানিক ভাবে এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এছাড়া কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকেলে সমুদ্রে অবরোধকালীন সময় বেকার হয়ে পড়া পাঁচশতাধিক জেলে পরিবারকে এ সহায়তা দিয়েছে কুয়াকাটা সোসাইটি নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।
এসব কার্যক্রমে কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, বদরুল আলম নাবিল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, সাধারন সম্পাদক কাজী সাঈদ বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, ইউছুফপুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল আলম, মহিপুর থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, সাংবাদিক জহিরুল ইসলাম মিরনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল