বাগেরহাটে চিংড়ীর উন্নত চাষাবাদ কলাকৌশল ও করোনাকালে জরুরি ব্যবস্থাপনা শীর্ষক দুই দিনব্যাপী চিংড়ি চাষিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে জেলার বাচাইকৃত চাষিদের এই প্রশিক্ষণ উদ্বোধন করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এফ এম শফিকুজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, মোল্লা এন এম মামুন সিদ্দিকী, সাবরিনা খাতুন, ড. এ এস এম তান বিরুল হক, মো. শরিফুল ইসলাম প্রমুখ। চাষিদের চিংড়ি রোগ এবং করোনা তথা আপদকালিন জরুরি ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণে সামাজিক দূরত্ব মেনে জেলার বাছাইকৃত ২৫ জন চিংড়ি চাষী অংশ নিয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন