কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পাট খেত থেকে সিয়াম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সিয়াম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর টেলিটারি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
শনিবার তার বাড়ির ৫০ গজ দূরে পাটখেত থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, নিহত সিয়ামকে শুক্রবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন মাইকিং করেও তার কোন সন্ধান পাচ্ছিলেন না। শনিবার নিহতের চাচাতো দুই ভাই বাড়ি থেকে ৫০ গজ দূরে ছাগলের জন্য পাট খেত থেকে পাটের পাতা তুলতে যায়। সেখানে ওই খেতে সিয়ামের লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে তার লাশ দেখে পুলিশ ও স্বজনকে খবর দেয়। পরে পুলিশ এসে শিশু সিয়ামের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন