রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেদুল ইসলাম ওরফে পান্নু মোল্লা নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। নিহত পান্নু মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের ইয়াকুব মোল্লা ওরফে টোকাই মোল্লার ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পান্নু মোল্লার ব্যক্তি জীবনে দুই স্ত্রী থাকার পারিবারিক কলহের জের অথবা জুয়া খেলায় অর্থ খোয়া যাবার কারণে আত্মহত্যার ঘটনা ঘটাতে পারে।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবায়েক হায়াত শিপলু বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য পান্নু মোল্যার আত্মহত্যার ঘটনা শুনেছি। তবে আত্মহত্যা নাকি হত্যা সেটি নিশ্চিত করে বলা সম্ভব হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের প্রতিবেদন পাবার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার