প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজি নয় বাবা-মা। তাই অভিমান করে বিদ্যুতের উঁচু টাওয়ারের প্রায় ৭০ ফুট উপরে উঠে অবস্থান নিয়েছিল বিপ্লব। লক্ষ্য আত্মহত্যা করা। শেষ পর্যন্ত অঘটন ঘটেনি। প্রেমিকার সাথে বিয়ে দেওয়াসহ নানা ধরনের শর্তে প্রায় আড়াই ঘণ্টা পর বিপ্লব নামের সেই প্রেমিককে অক্ষত নিচে নামিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও পুলিশ। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া এলাকায় সিনেমার মতই এ ঘটনাটি ঘটে।
বিপ্লবের এমন কাণ্ড দেখে আশেপাশে হাজারও মানুষ জড়ো হয়। উদ্ধার হওয়ার পূর্বের আড়াই ঘণ্টা উপস্থিত তাদের চোখে-মুখে ছিল আতঙ্ক এবং উদ্বিগ্নতার ছাপ। রাত সাড়ে ৯টায় তাকে উদ্ধার করতে সক্ষম হলে আশেপাশে অবস্থান নেওয়া জনগণ হয়ে করতালি দিয়ে উদযাপন করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক হাজার বিদ্যুতের কেবল পরিবাহী ঐ টাওয়ারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডস্থ আদমজী বিহারী ক্যাম্পের বাসিন্দা বিপ্লব নামে এক যুবক অনেক উঁচুতে উঠে অবস্থান নেয়। পাশেই দড়ি বেঁধে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল সে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ ও পরিবারের সদস্যদের অনেক অনুরোধেও নিচে নামতে রাজি হচ্ছিল না বিপ্লব। অনেক চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর বিহারী ক্যাম্পের ভোলা মেম্বারের কথায় কিছুটা নিচে নেমে এলে আশেপাশের লোকজনের চিৎকারে এবং তাকে নিচে নামিয়ে আনতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের এগিয়ে যেতে দেখে পুনরায় সে উপরে উঠতে থাকে।
এর কিছুক্ষণ পর তার ভাই ফায়ার সার্ভিসের হ্যান্ড মাইকে কথা বললে পূনরায় কিছুটা নিচে নেমে আসে। অপর প্রান্ত দিয়ে স্থানীয় দু’জন উপরে উঠে তাকে ধরে ফেললে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপরে উঠে তাকে অক্ষত নিচে নামিয়ে আনতে সক্ষম হয়।
বিপ্লবের বাবার সাথে কথা হলে তিনি জানান, তার ছেলে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য নানা হুমকি দেয়। বেশ কয়েকদিন যাবৎ একই ক্যাম্পের এক যুবতী মেয়েকে বিয়ে করতে পরিবারের অনুমতি চায় বিপ্লব। কিন্তু পরিবার এতে সম্মতি না দেওয়ায় সে এমন কাণ্ড ঘটিয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, খবর পেয়ে আমরাসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ৬০/৭০ ফুট উপরে উঠে ঐ যুবকটি অবস্থান নিয়েছে। পরে অনেক অনুরোধে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় আশেপাশে অনেক মানুষ ভিড় করে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, প্রেমিকাকে বিয়ের দাবিতে বাবা-মায়ের অভিমান করে বিদ্যুতের টাওয়ারের উঠেছিল ছেলেটি। আড়াই ঘণ্টা চেষ্টা করে তাকে নামিয়ে আনা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা