সাভারের আশুলিয়ায় হানুফা আক্তার (২৬) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হনুফা আক্তার পটুয়াখালী জেলা সদর থানার অফিসারটেক গ্রামের বাসিন্দা ও রুহুল আমিনের ছোট বোন। গত এক সপ্তাহ আগে তিনি রুহুল আমিনের এই বাড়ি দেখাশুনার জন্য এখানে এসেছিলেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাড়ির একটি ফাঁকা কক্ষের মেঝেতে দরজা খোলা অবস্থায় অন্তঃসত্ত্বা ওই নারীর মরদেহ পড়ে ছিল। নিহতের গলায় রশি পেচানো ছিল বলেও জানা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার একটি মামলা দায়েরের করা হয়েছে ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ