কুমিল্লার লাকসামে মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ছেলে। মায়ের মৃত্যুর চারদিন পর ছেলেও পৃথিবীর মায় ত্যাগ করেছেন। ওই ব্যক্তির নাম আহসান উল্লাহ মিয়াজি (৪৯)। তার বাড়ি উপজেলার সাতবাড়িয়া গ্রামে। তিনি পরিবার নিয়ে লাকসাম শহরের পশ্চিমগাঁও এলাকায় বসবাস করতেন। আজ রবিবার পৃথক জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
১৬ জুন রাতে আহসান উল্লাহ মিয়াজির মা বার্ধক্যজনিত কারণে শহরের পশ্চিমগাঁওয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরেরদিন সকাল ১০ ঘটিকায় তার সার্বিক তত্ত্বাবধানে মায়ের দাফন সম্পন্ন হয়। মাকে হারিয়ে আহসান উল্লাহ মিয়াজি মানসিকভাবে ভেঙে পড়েন। এরই মধ্যে শারীরিক অসুস্থতা ক্রমাগত বাড়তে থাকে। ১৯ জুন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ওইদিন বিকেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আহসান উল্লাহ মিয়াজি পেশায় সাংবাদিক ছিলেন। তিনি কুমিল্লার আঞ্চলিক পত্রিকা ‘সময়ের দর্পণ’ এর প্রতিষ্ঠাকালীন থেকে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা