কিশোরগঞ্জের ইটনায় পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে নূর উদ্দিন (২৮) নামে একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। নিহত নূর উদ্দিন শান্তিপুর গ্রামের সুরুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর গ্রামের মোনায়েম খানের সাথে একই গ্রামের শাহাবুদ্দিন মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দুই বাড়ির মহিলাদের মধ্যে ঝগড়া হয়। পরে অন্যরাও তাতে অংশ নেন। এ নিয়ে উভয় পক্ষের শতাধিক মানুষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দেশিয় অস্ত্রের আঘাতে শাহাবুদ্দিন মেম্বারের ভাতিজা নূর উদ্দিন গুরুতর আহত হন। সকাল সাড়ে ১০টার দিকে নূর উদ্দিনকে ইটনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদেরকে কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ জামান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা