সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন মওকুফ ও বেসরকারি শিক্ষকদের বিশেষ প্রণোদনা দেয়ার দাবিতে নেত্রকোনায় স্মারকলিপি প্রদান করেছে জেলা ছাত্রদল।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করে নেতাকর্মীরা।
এ সময় জেলা প্রশাসক মঈনউল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ আহমেদ বাবু ও সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী। স্মারকলিপি প্রদানের সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও অংশ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন।
বিডি প্রতিদিন/ফারজানা