প্রয়াত মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের নামে হটলাইন ব্রিগেড চালু করা হয়েছে। সৈয়দ আশরাফুল ইসলাম ব্রিগেড হটলাইন নামে এই ব্রিগেড থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায়দের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নির্দেশনায় হটলাইন ব্রিগেড চালু করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
হটলাইন থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। এ নম্বরে যে কেউ ফোন করে সহায়তা চাইলে কর্মীরা যাচাইবাছাই করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেন। প্রতি প্যাকেটে সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, সাবানসহ বিভিন্ন সামগ্রী।
এ ব্যাপারে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, সৈয়দ আশরাফ ব্রিগেড হটলাইন থেকে ইতোমধ্যে কিশোরগঞ্জ ও হোসেনপুরের ৭০০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা যুব কমান্ড থেকে ১২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান। সরকারি সহায়তার পাশাপাশি সৈয়দ আশরাফুল ইসলাম ব্রিগেড হটলাইন করোনা পরিস্থিতিতে ত্রাণ কাজে নতুন মাত্রা যোগ করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন