রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে নীলফামারীতে মানবববন্ধন করেছেন এসব মাদরাসার শিক্ষকরা। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি জেলা কমিটির সভাপতি আবু মুসা ভুইয়া।
এতে বক্তব্য দেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, জলঢাকা উপজেলার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল গণি, ডোমার উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, এসব মাদরাসা প্রতিষ্ঠার ৩৪ বছর হলেও আজও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। অমানবিক জীবন যাপন করছেন শিক্ষকরা। পরে এ সংক্রান্ত স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
বিডি প্রতিদিন/আল আমীন