নাটোরে ২০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১৩৪ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অনুদান বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ স¤পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমুখ।
আজ নাটোর সদর উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে সর্বমোট ৬ লাখ ১৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলার অন্য ছয়টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সংশ্লিষ্ট উপজেলাতে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল