৩০ জুন, ২০২০ ১৯:৩০

নরসিংদীতে ত্রাণ দিয়ে ফেরার পথে হামলার শিকার পৌর মেয়র

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ত্রাণ দিয়ে ফেরার পথে হামলার শিকার পৌর মেয়র

পৌর মেয়র শরীফুল হক (লাল চিহ্নিত)

নরসিংদীর পলাশে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ উপহার পৌঁছে দিয়ে ফেরার পথে ‘সন্ত্রাসী হামলার’ শিকার হয়েছেন ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে এক হামলাকারীকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণ সহায়তা নিতে আসা এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। 

এ ঘটনায় বিকেলে ঘোড়াশাল পৌর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পৌর মেয়র শরীফুল হক।

এসময় তিনি আরও বলেন, দুপুরে পলাশ উপজেলার খানেপুর এলাকায় ত্রাণ বিতরণ শেষে পলাশ বাসস্ট্যান্ড এলাকার আরেকটি স্থানে যাচ্ছিলাম। এসময় অপরিচিত ২০-২৫ জনের একটি দল আমার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এসময় অল্পদূরে অবস্থান করা ত্রাণ সহায়তাপ্রার্থী ও এলাকাবাসীরা এগিয়ে আসলে দৌড়ে পালাতে থাকে হামলাকারীরা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন একজনকে আটক করে।

জনপ্রতিনিধি হয়েও নিরাপত্তাহীনতা অনুভব করায় আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তা প্রত্যাশা করেন মেয়র।

এ সময় পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম শফিসহ পৌর কাউন্সিলর এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর